দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান অর্থমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ফাইল ছবি

দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সিউলে ১৫টি কোরীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের সময় অর্থমন্ত্রী এই আহ্বান জানান।

আজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

universel cardiac hospital

অর্থমন্ত্রী গত ১০ বছরে আর্থসামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অর্জন সম্পর্কে কোরীয় ব্যবসায়ীদের অবহিত করেন। তিনি বলেন, বাংলাদেশের জন্য বিদেশি বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিনিয়োগের জন্য বাংলাদেশ অত্যন্ত সুন্দর অপার সম্ভাবনার দেশ।

আ হ ম মুস্তফা কামাল বলেন, বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বিভিন্ন খাতে আকর্ষণীয় প্রণোদনার সুযোগ নেওয়ার মাধ্যমে অধিক হারে মুনাফার সুযোগ দিচ্ছে বাংলাদেশ সরকার।

অর্থমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ বিপুল জনসংখ্যার একটি সম্ভাবনাময় দেশ। ব্যবসায়ের একটি বড় বাজার বাংলাদেশ।

দক্ষিণ কোরিয়াকে বাংলাদেশের ভালো ও দীর্ঘস্থায়ী বন্ধু হিসেবে উল্লেখ করেন অর্থমন্ত্রী। তিনি দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের জন্য এগিয়ে এসে তা থেকে অতুলনীয় সুবিধা গ্রহণের আহ্বান জানান।

দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশ সফর করে নতুন উদ্যোগ সন্ধানের জন্য আমন্ত্রণ জানান অর্থমন্ত্রী।

বৈঠকে অংশ নেওয়া দক্ষিণ কোরীয় ব্যবসায়ীরা বাংলাদেশের সম্ভাবনা নিয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশে বিদ্যমান সুযোগ অনুসন্ধানে এগিয়ে আসার আশ্বাস দেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে