শ্রীলঙ্কার সামনে কলম্বোয় টেস্ট ড্র করার সুযোগ ছিল। কিস্তু রোমাঞ্চ জাগিয়েও পারল না স্বাগতিকরা। নিউজিল্যান্ডের কাছে হেরে গেল এক ইনিংস ও ৬৫ রানের বড় ব্যবধানে।
ফলে দুই ম্যাচ সিরিজের শেষ ম্যাচ জিতে ১-১ ব্যবধানে সমতা নিয়ে শেষ করলো কিউইরা।
বৃষ্টিবিঘ্নিত এই টেস্টের শেষ দিনই ১০ উইকেট হারালো শ্রীলঙ্কা। সফরকারী বোলারদের তোপে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১২২ রানে অলআউট হয় লঙ্কানরা। নিরোশান ডিকভেলা ৫১ রান করে ম্যাচ বাঁচানোর কিছুটা আশা জাগালেও শেষ দিকে টম ল্যাথামের দারুণ এক ক্যাচে এজাজ প্যাটেলের বলে আউট হন।
তবে আর ২০ ওভার কোনো রকমে খেলতে পারলেই ড্র করে সিরিজ নিজেদের করে নিতে পারত শ্রীলঙ্কা।
কিউই বোলারদের মধ্যে দুটি করে উইকেট তুলে নেন ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, এজাজ প্যাটেল ও উইল সামালভিল। আর কলিন ডি গ্র্যান্ডহোম একটি উইকেট দখল করেন।
আজ সোমবার পি সারা ওভালে এর আগে দিনের শুরুতে ফের নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামে ৫ উইকেট হারিয়ে ৩৮২ করা নিউজিল্যান্ড। আগের দিনে ৮২ রানে অপরাজিত থাকা বিজে ওয়াটলিং ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নেন।
শেষ পর্যন্ত তিনি ২২৬ বলে ৯টি চারে ১০৫ রানে অপরাজিত থাকেন। তবে সেঞ্চুরি বঞ্চিত কলিন ডি গ্র্যান্ডহোম ৮৩ রানেই বিদায় নেন। পরে ৪৩১ রানে বড় সংগ্রহ পাওয়া কিউইরা ৬ উইকেটে ইনিংস ঘোষণা করে।