সুন্দরবন বাংলাদেশের ফুসফুস : হাইকোর্ট

আদালত প্রতিবেদক

সুন্দরবন
সুন্দরবন। ফাইল ছবি

আদালত বলেছেন, আমাজন যেমন পৃথিবীর ফুসফুস, ঠিক তেমনই সুন্দরবনও বাংলাদেশের ফুসফুস।

আদালত বলেন, আজ আমাজন পুড়ছে। বিশ্বের মানুষ আমাজনকে রক্ষায় সচেষ্ট। তাই সুন্দরবনকে রক্ষার দায়িত্ব আমাদের সবার।

universel cardiac hospital

এ সংক্রান্ত এক রিট মামলার শুনানিকালে বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এ মন্তব্য করেন।

শুনানি শেষে মংলা শিল্প এলাকায় ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘসহ (টিএমএসএস) তিনটি প্রতিষ্ঠানের এলপিজি বোতলজাত করার জন্য পরিবেশগত ছাড়পত্র দেয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। অন্য দুই প্রতিষ্ঠান হলো বারাকা লিমিটেড ও ডেল্টা এলপিজি লিমিটেড।

আদালত রায়ে বলেছেন, সুন্দরবন রক্ষার জন্য ভবিষ্যতে সরকার যদি মংলা শিল্পাঞ্চল এলাকায় শিল্প-কারখানা বন্ধের পদক্ষেপ নেয় তাহলে এ রায় কোনো বাধা হয়ে দাঁড়াবে না।

এছাড়া এই এলাকায় কি ধরনের কতগুলো শিল্পকারখানা স্থাপন করা হবে, সে সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ এখতিয়ার সরকারের। শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও রিটকারী পক্ষে ব্যারিস্টার শফিক আহমেদ শুনানি করেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে