খাগড়াছড়িতে স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার দায়ে ফাঁসি

বিশেষ প্রতিনিধি

আদালত
ফাইল ছবি

খাগড়াছড়িতে তিন বছর আগে স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান এ রায় ঘোষণা করেন।

universel cardiac hospital

মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী ছাবের আলীর (২৯) বাড়ি গুইমারা উপজেলার বড়পিলাক এলাকায়।

এ মামলায় ছাবেরের বাবা মাহবুব আলী ও মা রেনু আরা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় ছাবেরের ভাই মো. শাহজাহানকে মামলা থেকে খালাস দিয়েছেন বিচারক।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। সাজার পাশাপাশি তাদের অর্থদণ্ডও দেওয়া হয়েছে।    

মামলার বিবরণে বলা হয়, ২০১৬ সালের ২২ মার্চ ছাবেরের স্ত্রী মাজেদা বেগমকে ঘুমন্ত অবস্থায় গলায় ওড়না পেঁচিয়ে এবং ছয় মাসের শিশু সন্তান রেদোয়ানকে গলাটিপে হত্যা করা হয়।

ঘটনার পরদিন মাজেদার বাবা মো. সাহাব উদ্দিন বাদী হয়ে গুইমারা থানায় মামলা করলে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।

তদন্ত শেষে পুলিশ একই বছরের ৩৯ অগাস্ট সব আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচার কাজ শুরু হয়। 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে