রংপুর-৩ উপ-নির্বাচনে ৭ জনের মনোনয়নপত্র জমা

রংপুর প্রতিনিধি

নির্বাচন কমিশন
ফাইল ছবি

রংপুর-৩ (সদর) শূন্য আসনের উপ-নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপিসহ সর্বমোট ৭জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ সোমবার বিকেল ৪টা পর্যন্ত রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তা জিএম শাহাতাব উদ্দিনের কাছে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. রেজাউল করীম রাজু, জাতীয় পার্টির প্রার্থী পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে রাহগীর আল মাহী সাদ এরশাদ, বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন রিতা রহমান, এপিপির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন শফিউল আলম, গণফ্রন্ট প্রার্থী হিসেবে কাজী মো. শহিদুল্লাহ, খেলাফত মজলিশের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তৌহিদুর রহমান মণ্ডল।

universel cardiac hospital

সর্বমোট ১১জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও বিকেল ৪টা পর্যন্ত ৭টি মনোনয়নপত্র জমা পড়েন বলে জানিয়েছেন আঞ্চলিক নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তা জিএম শাহাতাব উদ্দিন।

গত ১৪ জুলাই রংপুর সদর ৩ আসনের এমপি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট ও বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর ১৬ জুলাই আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। গত ১ সেপ্টেম্বর আসনটিতে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়।

তফসিল অনুযায়ী আগামী ৫ অক্টোবর এখানে ভোট গ্রহণ হবে ইভিএম পদ্ধতিতে। এজন্য মনোনয়ন পত্র জমা ও দেয়া যাবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। বাছাই হবে ১১ সেপ্টেম্বর। প্রত্যাহারের শেষ দিন ১৬ সেপ্টেম্বর।

রংপুর সদর উপজেলা এবং রংপুর সিটি কর্পোরেশনের ১-৮ নম্বর ওয়ার্ড ছাড়া বাকি এলাকা নিয়ে গঠিত রংপুর-৩ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৪১ হাজার ৬৭৩ জন। এই আসনে ভোটকেন্দ্র ১৩০টি, ভোটকক্ষ ৯১০টি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে