ভেজা আউটফিল্ডের কারণে টসে বিলম্ব

ডেস্ক রিপোর্ট

ভেজা আউটফিল্ডের কারণে টসে বিলম্ব
ছবি : সংগৃহিত

পূর্ব নির্ধারিত সময় অনুসারে সন্ধ্যা সাড়ে ৬টায় খেলা শুরু হওয়ার কথা ছিল। খেলা শুরুর ৩০ মিনিট আগেই টস হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে উইকেট ঢেকে রাখা হয়েছে। টস হতে বিলম্ব। ভেজা মাঠ খেলার উপযোগী করতে কাজ করছেন মাঠকর্মীরা।

আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণ করেছেন। মাঠের পরিস্থিতি দেখে তারা জানিয়েছেন সন্ধ্যা ৭টায় ফের মাঠ পর্যবেক্ষণ করা হবে। তারপর ম্যাচের ভাগ্য নির্ধারণ হবে।

universel cardiac hospital

যদি আজ আবারও বৃষ্টির হানা দেয় তাহলে ম্যাচটি পরিত্যক্ত হতে পারে। তার কারণ রিজার্ভ ডে নেই। সে ক্ষেত্রে উভয় দলকে পয়েন্ট সমান ভাগে ভাগ করে দেয়া হবে।

আজ শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের প্রতিপক্ষ স্বাগতিক বাংলাদেশ।

এ ম্যাচ দিয়েই জয়ের ধারায় ফিরতে চান টাইগাররা। আন্তর্জাতিক ক্রিকেটে তারা সবশেষ জয় পায় প্রায় তিন মাস আগে।

তিন সংস্করণের মধ্যে বাংলাদেশের সবচেয়ে খারাপ রেকর্ড টি-টোয়েন্টিতে। এ ফরম্যাটে আইসিসির্যাংকিংয়ে টাইগারদের অবস্থান ১০ নম্বরে, আর জিম্বাবুয়ে আছে ১৪ নম্বরে। টুর্নামেন্টের অপর প্রতিপক্ষ আফগানিস্তান এ ফরম্যাটে অনেকটা এগিয়ে। র্যাংকিংয়ের ৭-এ অবস্থান তাদের।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে