প্রথম সেটে ড্রয়ের পর পরের সেটে হেরে গেলেন। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে তিন সেট জিতে এশিয়া কাপ-ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টের (স্টেজ-৩) রিকার্ভ পুরুষ এককে সেরা হয়েছেন বাংলাদেশের আর্চার রোমান সানা।
ফিলিপিন্সের ক্লার্ক সিটিতে হওয়া এই প্রতিযোগিতায় শুক্রবার সেরা হওয়ার লড়াইয়ে ৭-৩ ব্যবধানে চীনের প্রতিপক্ষ ঝেনকি শিকে হারিয়ে সোনা জিতেছেন রোমান।
থম সেটে ২৮-২৮ ড্র করা রোমান দ্বিতীয় সেটে ২৯-২৬ ব্যবধানে হেরে পিছিয়ে পড়েন। তৃতীয় সেটে ২৭-২৫ ব্যবধানে জিতে দারুণভাবে ঘুরে দাঁড়ান র্যাঙ্কিং রাউন্ডে ৬৭১ স্কোর গড়ে দ্বিতীয় হওয়া এই আর্চার।
চতুর্থ সেটে ২৮-২৫ পয়েন্টে জিতে এগিয়ে যান গত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপসে রিকার্ভ পুরুষ এককে ব্রোঞ্জ জেতা রোমান। শেষ সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২৮-২৭ পয়েন্টে জিতে সেরা হন তিনি।
কোয়ার্টার-ফাইনালে চাইনিজ তাইপের প্রতিযোগীকে ৭-১ সেট পয়েন্টে উড়িয়ে দেওয়ার পর রোমান ফাইনালে ওঠার লড়াইয়ে চীনের লি টাকে হারান ৬-২ সেট পয়েন্টে।