গত বিশ্বকাপের পর সম্প্রতি ফিফা ঘোষিত সর্বশেষ আপডেট র্যাংকিংয়ে মেসির আর্জেন্টিনা নিজেদের অবস্থান ধরে রাখলেও এক ধাপ পিছিয়ে তিন নম্বরে অবস্থান করছে ব্রাজিল।
অপরদিকে এগুতে না পারলেও নিজেদের আগের ১০ নম্বর অবস্থানই ধরে রেখেছে আর্জেন্টিনা। র্যাংকিংয়ের শীর্ষে অবস্থান করছে বেলজিয়াম।
নতুন করে র্যাংকিংয়ের সেরা দশে ঢোকেনি কোনো দল। তবে শীর্ষ দশ দলের মধ্যেই বেশ কিছু দলের অবস্থানে পরিবর্তন এসেছে।
এর মধ্যে ব্রাজিল-ফ্রান্স ছাড়া সবচেয়ে বেশি এগিয়েছে স্পেন। আগের আপডেটে ৯ নম্বরে থাকা স্পেন এখন ৭ নম্বরে অবস্থান করছে। এছাড়া এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।
অপরদিকে এক ধাপ করে পিছিয়েছে ক্রোয়েশিয়া ও কলম্বিয়া।
- আরও পড়ুন >> প্রেসিডেন্ট সিসি’র পদত্যাগের দাবিতে উত্তাল মিসর
ফিফা র্যাংকিংয়ের শীর্ষ দশ-
১. বেলজিয়াম – ১৭৫২ পয়েন্ট
২. ফ্রান্স – ১৭২৫ পয়েন্ট
৩. ব্রাজিল – ১৭১৯ পয়েন্ট
৪. ইংল্যান্ড – ১৬৬২ পয়েন্ট
৫. পর্তুগাল – ১৬৪৩ পয়েন্ট
৬. উরুগুয়ে – ১৬৩৯ পয়েন্ট
৭. স্পেন – ১৬৩১ পয়েন্ট
৮. ক্রোয়েশিয়া – ১৬২৫ পয়েন্ট
৯. কলম্বিয়া – ১৬২২ পয়েন্ট
১০. আর্জেন্টিনা – ১৬১৪ পয়েন্ট