২২ ম্যাচে অপরাজিত থাকার পর পিএসজির হার

ক্রীড়া ডেস্ক

টানা ২২ ম্যাচে অপরাজিত থাকার পর হারের তেতো স্বাদ পেল পিএসজি। ম্যাচের পুরোটা সময় জুড়েই আক্রমণে ভুগতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। ইনজুরির কারণে অবশ্য মাঠে নামেননি এমবাপে ও কাভানি।

বুধবার রাতে ফরাসি লিগ ওয়ানে নবাগত রেমসের কাছে ২-০ গোলে হেরে গেছে টমাস টুখেলের শিষ্যরা। এর আগে সবশেষ ২০১৮ সালের মে মাসে হেরেছিল গত দুবারের লিগ চ্যাম্পিয়নরা।

universel cardiac hospital

ম্যাচের ২৯তম মিনিটে বর্তমান চ্যাম্পিয়নদের বোকা বানিয়ে এগিয়ে যায় রেমস। কর্ণার থেকে হেডে বল জালে জড়ান ফরাসি মিডফিল্ডার কামারা।

এরপর ম্যাচের যোগকরা সময়ে ফরাসি স্ট্রাইকার দিয়া দর্শনীয় গোলে ব্যবধান দ্বিগুণ করেন। এই হারের পরও ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সবার উপড়েই আছে পিএসজি। সমান ম্যাচে সমান পয়েন্ট পাওয়া অ্যাঞ্জার্স গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে। ১১ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে রয়েছে রেমস।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে