রংপুর-৩ উপনির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে রাঙ্গার আহ্বান

ডেস্ক রিপোর্ট

মসিউর রহমান রাঙ্গা
মসিউর রহমান রাঙ্গা। ফাইল ছবি

আগামী কাল অনুষ্ঠিত হতে যাওয়া রংপুর-৩ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।

আজ শুক্রবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।

universel cardiac hospital

রাঙ্গা বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন অনুষ্ঠিত হবে। স্বতঃস্ফূর্তভাবে সকল ভোটারকে ভোট দিতে হবে।

একটি বিতর্কহীন নির্বাচন সম্পন্ন করতে সকল রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নির্বাচন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান মসিউর রহমান রাঙ্গা। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করে বলেন, রংপুর-৩ আসন জাতীয় পার্টির। এ আসনে জাতীয় পার্টির প্রার্থী রাহগীর আল মাহি সাদ এরশাদ বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

রংপুর সদর-৩ আসনে মোট ভোটার চার লাখ ৪১ হাজার ২২৪ জন। এদের মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ২০ হাজার ৮২৩ জন এবং নারী ভোটার দুই লাখ ২০ হাজার ৪০১ জন। নির্বাচনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে