জয়ে আন্তর্জাতিক ভলিবলে ফিরল বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক

ভলিবলে বাংলাদেশের মেয়েদের জয়

টুর্নামেন্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু বলেছিলেন নিজেদের দল নিয়ে তাদের কোনো প্রত্যাশা নেই। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারলেই তারা খুশি।

নিজেদের দল সম্পর্কে সাধারণ সম্পাদকের যে কোনো ধারণাই ছিল না সেটা মেয়েরা প্রমাণ করেছেন বঙ্গমাতা আন্তর্জাতিক ভলিবলের প্রথম ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে।

আজ শনিবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশ জিতেছে ৩-০ সেটে। তিন সেটেই বাংলাদেশ দাঁড়াতে দেয়নি আফগান মেয়েদের।

প্রথম সেটে বাংলাদেশ জিতেছে ২৫-৯ পয়েন্টে। দ্বিতীয় সেটের ব্যবধানও তাই। তৃতীয় সেটে আরও আক্রমণাত্মক খেলে বাংলাদেশের মেয়েরা জেতে ২৫-৩ পয়েন্টে। ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের সাবিনা।

দারুণ এ জয় দিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ভলিবলে ফিরল বাংলাদেশের মেয়েরা। আন্তর্জাতিক ভলিবলে এটি বাংলাদেশের ২৮ বছর পর জয়। বাংলাদেশ সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ জিতেছিল ১৯৯১ সালে কলম্বো এসএ (তৎকালীন সাফ গেমস) গেমসে। তখন নেপালকে হারিয়ে ব্রোঞ্জ পদক পেয়েছিল বাংলাদেশ।

এরপর ১৯৯৩ ও ১৯৯৯ সালের এসএ গেমসে নারী ভলিবল দল অংশ নিলেও কোনো ম্যাচ জিততে পারেনি। এর মধ্যে ১৯৯৩ সালে ঢাকা এসএ গেমসে ৩ দলের নারী ভলিবল প্রতিযোগিতায় বাংলাদেশ কোনো ম্যাচ না জিতেই ব্রোঞ্জ পেয়েছিল। ১৯৯৯ সালে কাঠমান্ডু এসএ গেমসে চার দলের খেলায় বাংলাদেশ কোনো ম্যাচ জেতেনি।

দিনের প্রথম ম্যাচে কিরগিজস্তানকে ৩-২ সেটে হারিয়েছে মালদ্বীপ। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ আগামীকাল রোববার বিকেল ৩ টায় মালদ্বীপের বিরুদ্ধে।

প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী। বাংলাদেশ, আফগানিস্তান, কিরগিজস্তান, মালদ্বীপ ও নেপাল অংশ নিচ্ছে এই আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে