গরুর আবাদি জমির ফসল খাওয়াকে কেন্দ্র করে রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় সদর ইউনিয়নে কুতুবদিয়া পাড়ায় দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
আজ শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দীপংকর তঞ্চঙ্গ্যা (৩৩), শ্রীকান্ত তঞ্চঙ্গ্যা (২২)। আহত দুজন সেনাবালা তঞ্চঙ্গ্যা (৩০), প্রছন্ন তঞ্চঙ্গ্যা (১২)। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে সেনাবাহিনীর সহযোগিতায় চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জয়ত্বন তঞ্চঙ্গ্যা বলেন, বিকালে কুতুবদিয়া পাড়ার লক্ষ্মীজয় মারমার গরুগুলো সোনাবালা তঞ্চঙ্গ্যাদের বসতঘরের আশপাশে খেতে ফসলাদি খেয়ে নষ্ট করে। এ নিয়ে সোনাবালা লক্ষ্মীজয়কে বকাঝকা করলে লক্ষ্মীজয় ক্ষীপ্ত হয়ে সোনাবালাকে মারতে থাকেন। বোনকে রক্ষায় হতাহতরা এগিয়ে এলে তাদের ধারাল দা দিয়ে একের পর এক কোপান লক্ষ্মীজয়। এক পর্যায়ে লক্ষ্মীজয় পালিয়ে যান। ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। হতাহতরা সবাই ভাইবোন বলে জানান জয়ত্বন তঞ্চঙ্গ্যা।
বিলাইছড়ি থানার ওসি পারভেজ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের চিকিৎসা জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মর্গে পাঠানো হয়েছে। ঘাতককে আটকের চেষ্টা চলছে।