জাতীয় পার্টির সম্মেলন ২৮ ডিসেম্বর

মত ও পথ প্রতিবেদক

জাতীয় পার্টি

জাতীয় পার্টির জাতীয় সম্মেলন ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ সম্মেলন হবে।

আজ রোববার রাজধানীর বনানী জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে দলটির প্রেসিডিয়াম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

universel cardiac hospital

সভায় আরও সিদ্ধান্ত হয়, চট্টগ্রাম-৮ আসনে উপ-নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে। সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুসারে এই আসনে পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলুকে দলের প্রার্থী মনোনীত করা হয়েছে। দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিডিয়াম সদস্য এম.এ. সাত্তার, কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, মো. আবুল কাশেম, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, হাফিজ উদ্দিন আহমেদ, গোলাম কিবরিয়া টিপু এমপি, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম এমপি, মুজিবুল হক চুন্নু এমপি, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান প্রমুখ।

চেয়ারম্যানের বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন রওশন আরা মান্নান, শরিফুল ইসলাম জিন্নাহ, লিয়াকত হোসেন খোকা, আহসান আদেলুর রহমান, নুরুল ইসলাম তালুকদার, পনির উদ্দিন আহমেদ।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে