চট্টগ্রাম-৮ উপ-নির্বাচন থেকে সরে দাঁড়ালো জাতীয় পার্টি

মত ও পথ প্রতিবেদক

জিয়া উদ্দিন আহমেদ বাবলু
ফাইল ছবি

চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি।

দলের নীতি-নির্ধারকদের পরামর্শক্রমে জাপা চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলের উপনেতা দলীয় প্রার্থী জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

universel cardiac hospital

আজ রোববার জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস এন্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দলের আসন্ন জাতীয় কাউন্সিলকে সামনে রেখে পার্টি এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়।

এতে বলা হয়, পার্টির সম্মেলন সফল করার জন্য জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে ইতোপূর্বে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হয়েছে। পার্টি মনে করে, এই মুহূর্তে উপনির্বাচনে অংশ নেয়ার চেয়ে সংগঠনকে শক্তিশালী করার দিকে প্রত্যেক নেতাকে বেশি দায়িত্বশীল হতে হবে। সেজন্য জাতীয় পার্টি এই মুহূর্তে চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গত, জাসদ নেতা মইনউদ্দিন খান বাদলের মৃত্যুতে চট্টগ্রাম-৮ আসনটি শূন্য হয়। এই আসনে প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলুকে মনোয়ন দেয় জাপা। ইসিতে তার মনোনয়নপত্র বাতিল হয়ে গেলে হাইকোর্টের রায়ে তা ফিরে পান বাবলু।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে