নভদীপ সাইনি অভিষেক ম্যাচেই বল হাতে পরিণত লড়াই উপহার দিলেও ভারতের সামলে চ্যালেঞ্জিং টার্গেট ঝুলিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ৷ বারাবাটি স্টেডিয়ামে রোববার সিরিজের নির্ণায়ক ম্যাচে টস জিতে ক্যারিবিয়ানদের প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় ভারত৷
শুরুতে চাপে রাখলেও ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের খুব বেশিক্ষণ আটকে রাখতে পারেননি ভারতীয় বোলাররা৷ হেটমায়ার, পুরান, পোলার্ডদের আগ্রাসী ব্যাটিংয়ে ভর করে ক্যারিবিয়ানরা নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৩১৫ রান তুলেছে৷ অর্থাৎ ম্যাচ জিতে সিরিজের দখল নেওয়ার জন্য ভারতের প্রয়োজন ৩১৬ রান৷
ওপেনিং জুটিতে ঝড়ের গতিতে রান না তুললেও এভিন লুইস ও শাই হোপ ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ভিত গড়ে দিয়ে যান৷ ১৫ ওভারে দলগত ৫৭ রানের মাথায় আউট হন লুইস৷ তিনি ৫০ বলে ২১ রানের সতর্ক ইনিংস খেলে জাদেজার বলে সাইনির হাতে ধরা পড়েন৷ অপর ওপেনার শাই হোপ ৫০ বলে ৪২ রান করে শামির বলে বোল্ড হন৷
৩৩ বলে ৩৭ রান করা হেটমায়ারকে ফিরিয়ে ওয়ান ডে কেরিয়ারের প্রথম উইকেট পকেটে পোরেন অভিষেককারী সাইনি৷ পরের ওভারে বল করতে এসে রোস্টন চেসকে বোল্ড করেন নভদীপই৷ চেস ৮৮ বলে ৩৮ রান করে আউট হন৷
- ৭ হাজারের বেশি স্থাপনা উচ্ছেদের মধ্যে দিয়ে দখলমুক্ত মিরপুরের দুয়ারিপাড়া
- আয়করের আওতা বাড়াতে জরিপ করছে এনবিআর
শার্দুল ঠাকুরের বলে জাদেজার হাতে ধরা পড়ার আগে পুরান ৬৪ বলে ৮৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন৷ তিনি ১০টি চার ও ৩টি ছক্কা মারেন৷ পোলার্ড ৩টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৫১ বলে ৭৪ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে অপরাজিত থাকেন৷ হোল্ডার নট-আউট থাকেন ৪ বলে ৭ রান করে৷
সাইনি ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ম্যাচে ৫৮ রানের বিনিময়ে ২টি উইকেট নেন৷ ১টি করে উইকেট পেয়েছেন শামি, শার্দুল ও জাদেজা৷ গত ম্যাচে হ্যাটট্রিক করা কুলদীপ যাদব ১০ ওভারে ৬৭ রান খরচ করেও কোনও উইকেট তুলতে পারেননি৷