ফিলিপাইনে তাড়ি খেয়ে ১১ জনের মৃত্যু, অসুস্থ ৩০০

ডেস্ক রিপোর্ট

ফিলিপাইনে তাড়ি খেয়ে ১১ জনের মৃত্যু

ফিলিপাইনে নারিকেলের তাড়ি খেয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়া তিন শতাধিক মানুষকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আজ সোমবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে স্কাই নিউজ ও নিউজচ‌্যানেল এশিয়া।

universel cardiac hospital

প্রতিবেদনে বলা হয়েছে, লোকজন ক্রিসমাস পার্টি উদযাপনকালে নারিকেলের তাড়ি খেয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগ।

জানা গেছে, রাজধানী ম্যানিলার দক্ষিণের দুটি প্রদেশ, লাগুনা ও কেজোনে এসব ঘটনা ঘটে। সবাই লাম্বানোগ নামের স্থানীয়ভাবে জনপ্রিয় একটি তাড়ি পান করেছিলেন। দেশটিতে ছুটির দিন ও উৎসবগুলোতে এ পানীয়টির ব্যবহার ব্যাপক।

লাগুনার রিজাল শহরে বৃহস্পতিবার ও রোববার অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, জন্মদিনের উৎসব ও অবসরের পানীয় হিসেবে কিছু লোক এটি কিনেছিল। এছাড়া বড় দিন উপলক্ষে স্থানীয় কর্মকর্তারা কিছু পানীয় দান করেছিল।

প্রসঙ্গত, গত বছর লাম্বানোগ পানে প্রায় ২১ জনের মৃত্যু হয়েছিল।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে