পুরনো বছরের সব ফাইলের কাজ শেষ করে নতুন উদ্যমে প্রধানমন্ত্রী

মত ও পথ রিপোর্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শত ব্যস্ততার মাঝেও বিদায়ী বছরের সব ফাইলের কাজ নিষ্পত্তি করে নতুন উদ্যমে বছর শুরু করেছেন।

বছরের শেষ দিনে অতিরিক্ত সময় দিয়ে প্রধানমন্ত্রী ২০১৯ সালের যেসব ফাইল মতামত বা ছাড় দেয়া বাকি ছিল, তার সবগুলো তিনি নিষ্পত্তি করেছেন।-খবর বাসস

এ বিষয়ে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বলেন, ‘২০১৯ সালের সব কাজ ১৯ সালেই শেষ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। কোনো ফাইল ২০২০ পর্যন্ত টেনে আনেননি। তার সব ফাইল তিনি ক্লিয়ার করেছেন।’

‘টানা তিন বারসহ চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনও পুরনো কাজ জমিয়ে রাখেন না’ উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে প্রচুর ফাইল থাকে। গতকাল বছরের শেষ দিনে আট বক্স ফাইল ছিল তার কাছে।’

খোকন বলেন, ‘প্রধানমন্ত্রী গতকালকেই বাকি থাকা সব ফাইল পুঙ্খানুপুঙ্খভাবে দেখে ক্লিয়ার করেছেন। নতুন বছর শুরুর আগেই পুরনো বছরের সব কাজ শেষ করেছেন।’

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে