টাইগারদের বোলিং কোচ হচ্ছেন গিবসন

ক্রীড়া প্রতিবেদক

ওটিস গিবসন
ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট দলের পেস বোলিং কোচ হচ্ছেন ওটিস গিবসন। ওয়েস্ট ইন্ডিজের এ সাবেক তারকা ক্রিকেটারের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দক্ষিণ আফ্রিকান কোচ চার্লস ল্যাঙ্গাভেল্ট চলে যাওয়ায় পর থেকেই বাংলাদেশ দলের পেস বোলিং কোচের পদ ফাঁকা ছিল। ল্যাঙ্গাভেল্টের পরিবর্তে মোস্তাফিজ-রুবেল হোসেনদের বোলিং কোচ হচ্ছেন ক্যারিবীয় সাবেক তারকা ক্রিকেটার গিবসন।

universel cardiac hospital

সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ওয়ারিয়র্সের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন ওটিস গিবসন। বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সের দায়িত্ব পালন করতে এসেই বাংলাদেশ দলের বোলিং কোচ হওয়ার প্রস্তাব পান তিনি।

গিবসন কোচ হিসেবে সফল। ২০১২ সালে তার কোচিংয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। দুই ধাপে তিনি ইংল্যান্ড জাতীয় দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সবশেষ দক্ষিণ আফ্রিকা দলের প্রধান কোচ ছিলেন। দুই বছর পর তার চুক্তির মেয়াদ আর বাড়ায়নি প্রোটিয়ারা।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে