রাজস্থান বিধানসভায়ও নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রস্তাব পাস

আন্তর্জাতিক ডেস্ক

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রস্তাব পাস
ফাইল ছবি

কেরালা ও পাঞ্জাবের পর ভারতের তৃতীয় রাজ্য হিসেবে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রস্তাব পাস হলো রাজস্থানে। আজ শনিবার রাজস্থান বিধানসভায় এই প্রস্তাব পাস হয়। বিধানসভা ভবনে প্রস্তাবটি পাস হওয়ার সঙ্গে সঙ্গে নাগরিকত্ব আইনের পক্ষে স্লোগান দিতে শুরু করেন কয়েকজন বিজেপি বিধায়ক।

সংশোধিত নাগরিকত্ব আইনে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ২০১৫ সালের আগে ভারতে আশ্রয় নেওয়া শুধুমাত্র অ-মুসলিম শরণার্থীদেরই নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। যদিও এই আইনটি পাস হওয়ার পর এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন অনেকেই।

universel cardiac hospital

বিরোধীদের মতে, এই আইন বৈষম্যমূলক এবং সংবিধানে বর্ণিত দেশের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তির পরিপন্থী। দেশের বিরোধী দলগুলো ভারতের কেন্দ্রীয় সরকারকে এই আইন প্রত্যাহার করার কথাও বলেছে।

এদিকে, আগামী সোমবার চতুর্থ রাজ্য হিসেবে সিএএ বিরোধী প্রস্তাব বিধানসভায় তুলতে যাচ্ছে পশ্চিমবঙ্গ। প্রথম দিকে রাজ্যের বিরোধী দলগুলো এই প্রস্তাব তুলতে চাইলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নাকচ করে দেন। তবে চলতি সপ্তাহে সবাইকে অবাক করে দিয়ে সিএএ বিধানসভায় প্রস্তাব তোলার ব্যাপারে সবুজ সংকেত দেন তিনি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে