ভারতের পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র প্রদেশে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের পর খাদে পড়ে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৩২ জন।
এ দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বার্তা সংস্থা রয়টার্সকে নাসিক জেলার পুলিশ কর্মকর্তা সুহাস দেশমুখ জানান, মঙ্গলবার রাতে বাস ও অটোরিকশার সংঘর্ষের পর দুইটি গাড়ি রাস্তার একই পাশে খাদে পড়ে যায়। নিহতদের মধ্যে দুই বছরের দু’টি শিশুও রয়েছে। পরে উদ্ধারকর্মীরা রাতভর মৃতদেহ উদ্ধারে অভিযান চালায়।
- সিটি নির্বাচনকে কেন্দ্র করে ‘ঘূর্ণিঝড়’ সৃষ্টির ষড়যন্ত্রে বিএনপি : ১৪ দল
- বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে : প্রধানমন্ত্রী
ভারতে প্রায়ই এমন সড়ক দুর্ঘটনা হয়ে থাকে। সড়ক দুর্ঘটনাপ্রবণ দেশের মধ্যে অন্যতম এই দেশটি। সরকারি তথ্য অনুযায়ী, ২০১৭ সালে ৪ লাখ ৬৪ হাজার ৯১০টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ১ লাখ ৪৮ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।