ফেনীর দাগনভূঞায় ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের ১ সদস্য আটক

ফেনী প্রতিনিধি

ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য মো. ইমাজ উদ্দিন
ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য মো. ইমাজ উদ্দিন

ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় মো. ইমাজ উদ্দিন (২২) নামে ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার রাজাপুর এলাকা থেকে তাকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। আটক ইমাজ উদ্দিন দাগনভূঞার সিন্দুরপুর কৌসল্লা এলাকার নুর ইসলামের ছেলে।

universel cardiac hospital

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব। পরে রাজাপুর বাজারের মেসার্স বসুন্ধরা ট্রেডার্সের সামনে থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহার করে এসএসসি প্রশ্নপত্র ফাঁসচক্রের সঙ্গে জড়িত থেকে প্রতারণার অভিযোগে ইমাজ উদ্দিনকে আটক করা হয়।

র‌্যাব আরও জানায়, বিগত জেএসসি পরীক্ষা চলাকালে একই পদ্ধতি অবলম্বন করে বিভিন্ন লোকের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছিল ইমাজ উদ্দিন। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয়।

ফেনীর র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামি ও উদ্ধার মালামাল দাগনভূঞা থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে