টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ব্যাটিংয়ে বাংলাদেশ

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ইতোমধ্যেই টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার কাপ্তান মাশরাফি বিন মুর্তজা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর একটায় শুরু হবে ম্যাচটি।

জিম্বাবুয়ের বিপক্ষে বরাবরই বাংলাদেশ ভালো খেলে। তাই প্রথম ম্যাচের বিশাল ব্যবধানে জয়ের পর দ্বিতীয় ম্যাচেও স্বাভাবিকভাবে টাইগারদের আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ১৬৯ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নেয়। যা ছিল টাইগার ওয়ানডে ক্রিকেট ইতিহাসে রানের ব্যবধানে সবচেয়ে বড় জয়। আর আজকের ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চাইবে স্বাগতিকরা।

universel cardiac hospital

অন্যদিকে আজকের ম্যাচে জিতে সিরিজে সমতা ফেরাতে মরিয়া জিম্বাবুয়ে।

দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ দুই পরিবর্তন নিয়ে নেমেছে। তিন পেসারের সঙ্গে আছেন দুই স্পিনার। পেস আক্রমণে থাকা মুস্তাফিজুর রহমান ও পেসার অলরাউন্ডার সাইফউদ্দিন আছেন দলের বাইরে। তাদের পরিবর্তে একাদশে ঢুকেছেন শফিউল ইসলাম ও আল আমিন।

জিম্বাবুয়ে দলেও এসেছে দুই পরিবর্তন। অভিজ্ঞ শেন উইলিয়ামসন ফিরেছেন দলে। ক্রেগ আরভিনের ফেরার কথা থাকলেও তিনি সুস্থ হননি। ক্রিস এমপফুর জায়গায় কার্লটন টিসুমা আছেন দলে। এছাড়া জিম্বাবুয়ের অধিনায়ক চামু চিবাবা ইনজুরির কারণে নেই দ্বিতীয় ওয়ানডের দলে।

বাংলাদেশ দল

তামিম ইকবাল, নাজমুল হোসাইন শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, মোহাম্মদ মিঠুন, মেহেদি মিরাজ, মাশরাফি মর্তুজা, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, আল আমিন।

জিম্বাবুয়ে দল

থিনাসি কামুনহুকামি, রেগিস চাকাভা, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, শন উইলিয়ামস রিচমন্ড মুতুমবামি, টিনোটেন্ডা মুতুমবজি, ডোনাল্ড ট্রিপানো, ওয়েলস মেদহেভেরা, চার্ল মুম্বা, কার্লটন টিসুমা।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে