হোয়াটসঅ্যাপে ডার্ক মোড চালু

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

হোয়াটসঅ্যাপে ডার্ক মোড

অবশেষ হোয়াটসঅ্যাপে চালু হলো ডার্ক মোড। নয়া এই ফিচারের ফলে কম আলোতেও সহজেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে।

এর ফলে ইউজারদের চোখে কোনো অস্বস্তি সৃষ্টি হবে না।

সারা বিশ্বেই এবার অ্যান্ড্রয়েড ও আইফোন ইউজার’রা হোয়াটসঅ্যাপ ডার্ক মোড ব্যবহার করতে পারবেন। গুগল প্লে স্টোর  এবং অ্যাপ স্টোর  থেকে আপডেট করা যাবে হোয়াটসঅ্যাপের ডার্ক মোড।

যেভাবে ব্যবহার করবেন

হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে চ্যাটস এবং সেখান থেকে থিমে গিয়ে ডার্ক সিলেক্ট করতে হবে ( WhatsApp Settings > Chats > Theme > Dark)।

গত দু’বছর ধরেই ডার্ক মোড লঞ্চ করার জল্পনা চলছিল। বিভিন্ন সময়ে বিবৃতি দিলেও স্পষ্ট তারিখ জানায়নি হোয়াটসঅ্যাপও। তবে ২০২০-তেই যে লঞ্চ হচ্ছে, তা গত জানুয়ারিতে সংস্থা সূত্রেই জানা যায়।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে