রাজধানীতে কোটি টাকার নকল প্রসাধনী জব্দ

মহানগর প্রতিবেদক

নকল প্রসাধনী জব্দ
ছবি : সংগৃহিত

রাজধানী চকবাজারের দেবীদাস ঘাট লেন এলাকায় নকল কসমেটিক্স তৈরির কারখানায় অভিযান চালিয়ে কোটি টাকার প্রসাধনী জব্দ করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে অভিযান শুরু হয়ে চলে মধ্যরাত পর্যন্ত।

universel cardiac hospital

অভিযানে অনুমোদনহীন কেমিক্যাল, ট্যালকম পাউডার, ক্রিম, মেহেদীসহ অন্যান্য প্রসাধনী জব্দ করা হয়।

এ সময় নকল প্রসাধনী তৈরির দায়ে কারখানা মালিক হাসান মাহমুদ সুমনকে আটক করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা জরিমানা করেন সারওয়ার আলমের ভ্রাম্যমাণ আদালত।  জরিমানা অনাদায়ে আরও তিন মাসের দণ্ড ঘোষণা করা হয়।

অভিযানের বিষয়ে সারওয়ার আলম বলেন, বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের পণ্য নকল করে এখানে তৈরি করা হচ্ছিলো।  এ অপরাধে কারখানার মালিককে এক বছরের কারাদণ্ড,  পাঁচ লাখ টাকা জরিমানা; অনাদায়ে আরো তিন মাসের দণ্ড দেওয়া হয়েছে।  কারখানা থেকে কোটি টাকা মূল্যের প্রসাধনী জব্দ করা হয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে