খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আমাদের পর্যাপ্ত চালসহ খাদ্যসামগ্রী মজুদ রয়েছে। করোনা ভাইরাসকে কেন্দ্র করে অতিরিক্ত ফায়দা হাসিলের চেষ্টা করলে অশুভ চক্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আজ বুধবার দুপুরে সচিবালয়ে খাদ্যমন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, অযথা খাদ্যমজুদ করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মনিটরিং সেলও এ বিয়ে কাজ করছে। আল্লাহকে হাজির-নাজির জেনে মিলার ও ব্যবসায়ীরা সংযত থাকবেন বলে আশা করি। করোনা ভাইরাসকে পুঁজি করে মজুতদারি করলে কেউ পার পাবেন না।
খাদ্যমন্ত্রী বলেন, গতবারের তুলনায় এবার মজুদ বেশি। অসাধু ব্যবসায়ীরা এবার ছাড় পাবেন না। দৃষ্টান্তমূলক শাস্তি পাবেন তারা। প্রয়োজনে আমরা চাল আমদানি করবো, যদি মিলাররা মজুদ করেন। কাজেই সবাইকে সংযত হওয়ার অনুরোধ করেন তিনি।
- করোনা : বাংলাদেশসহ কয়েকটি দেশের কঠোর পদক্ষেপ চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- করোনার সংক্রমণ ঠেকাতে প্রয়োজনে কিছু এলাকা শাটডাউন করা হবে : কাদের
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চালের পর্যাপ্ত মজুত রয়েছে। কেউ গুজবে কান দেবেন না। কেউ আতঙ্কিত হয়ে অতিরিক্ত চাল কিনবেন না। করোনা ভাইরাসের কারণে আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত চাল ক্রয় করা বা মজুদ না করার আহ্বান জানান তিনি।
এ সময় খাদ্য সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।