করোনা নিয়ে নির্মিত সিনেমার ট্রেইলার প্রকাশ

বিনোদন প্রতিবেদক

করোনা নিয়ে সিনেমা

সারা বিশ্বে করোনার করাল থাবা। তার মধ্যেই করোনা নিয়ে সিনেমা তৈরি করে বসলেন পরিচালক মোস্তাফা কেশভরি। নিউইয়র্কে লক ডাউন ঘোষণার আগেই শেষ হয়েছিল সিনেমার সব কাজ।

এর আগেও চলমান ঘটনা নিয়ে অনেক সিনেমা তৈরি হয়েছে। ২০১১ সালে জাপানের সুনামি নিয়ে ছবি তৈরি করেছিলেন লাকি ওয়াকার। বেন ব্লেয়ার ও জর্জ পেগিলেরো হ্যরিকেন ঝড় নিয়ে বানিয়েছিলেন “হ্যারিকেন স্যান্ডি”। কিন্তু পরিস্থিতির শেষ না হতেই করোনা নিয়ে তৈরি হয়ে গেল করোনা নিয়ে সিনেমা!

universel cardiac hospital

সিনেমার ঘটনায় জানা যায়. সাত জন মানুষ একটি লিফটে আটকে যায়। তারপর তারা জানতে পারেন যে সাতজনের মধ্যে একজন করোনা আক্রান্ত। এই ঘটনাকে কেন্দ্র করে ভয় এবং নৈতিক মূল্যবোধ নিয়ে কথা বলে এই সিনেমা।

সাতজনের মধ্যে একজন চিনা, কয়েকজন শেতাঙ্গ উচ্চবর্ণের ও বাকি নিম্নবর্ণের মানুষ। যথারীতি শুরু হয় বর্ণবৈষম্য। কিন্তু বর্ণ দেখে রোগ হয়না, এটাই পুরো সিনেমায় বোঝাতে চেয়েছেন পরিচালক।

ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ছবির ট্রেইলার। পরিচালক কেশভরি এও জানিয়েছেন যে তিনি ও তার অভিনেতা ও অভিনেত্রীরা সকলেই সুস্থ রয়েছেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে