করোনা : যুক্তরাষ্ট্রে মৃত্যুর মিছিল, একদিনে নেই ২৫০০ প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু
যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু। ছবি : ইন্টারনেট

করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে একদিনে মৃত্যুর সব রেকর্ড ছাড়িয়ে ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার একদিনে মৃত্যুর সব রেকর্ড ছাড়িয়ে গেলেও বুধবার সেই রেকর্ডও ভেঙ্গে গেছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২ হাজার ৫০০’রও বেশি মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৩০ হাজারেরও বেশি মানুষ। এতদিন একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ২৪০০ জন। সেটিও যুক্তরাষ্ট্রের। তবে বুধবার আগের সব রেকর্ড ভেঙ্গে ফেলেছে দেশটি।

universel cardiac hospital

বৃহস্পতিবার সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২৮ হাজার ৫২৯ জন এবং আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৪৪ হাজার ৮৯ জন। এছাড়া ৪৮ হাজার ৭০১ জন সুস্থ হয়ে উঠেছেন।

যুক্তরাষ্ট্রের শুধু নিউইয়র্কেই মৃত্যু হয়েছে ১১ হাজার ৫৮৬ জনের। এই প্রদেশে আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৪ হাজার ৬৪৮ জন। নিউ জার্সি শহরে মৃত্যু হয়েছে ৩১৫৬ জনের। ম্যাসাসুসেটসে মৃত্যু হয়েছে ১১০৮ জনের। মিশিগানে মৃত্যু হয়েছে ১৯২১ জনের। এছাড়া লুসিয়ানায় মৃত্যুর সংখ্যা এক হাজার ১০৩ জন। অন্য সব শহরগুলিতে মৃতের সংখ্যা ১০০০ এর কম।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে