মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে অনেক সময় অমানুষেও পরিণত হয় : প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ফাইল ছবি

আতঙ্কিত হয়ে অমানুষিক আচরণ না করে করোনা সন্দেহ রোগীকে পরীক্ষা ও চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘কারো যদি সন্দেহ হয় তাকে চিকিৎসার ব্যবস্থা করেন। তার পরীক্ষা করান। নিজেরাও সুরক্ষিত হন। এই প্রাদুর্ভাব থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের যা যা করণীয় স্বাস্থ্যবিধি মেনে চলুক।’

বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ঢাকা বিভাগের মাঠপ্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

universel cardiac hospital

সম্প্রতি করোনা রোগী সন্দেহে দেশের বিভিন্ন জায়গায় মানুষের অস্বাভাবিক আচরণের বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে অনেক সময় অমানুষেও পরিণত হয়। যখন আমরা দেখি মায়ের একটু সর্দি কাশি জ্বর হলো দেখে ছেলে, ছেলের বউ এমনকি তার স্বামী পর্যন্ত তাকে নিয়ে জঙ্গলে ফেলে আসছে। এর থেকে অমানবিক কাজ আর হতে পারে না। কেন এ ধরনের ঘটনা ঘটবে?’

বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘এরকম আরও বহু কাহিনি আমরা শুনি। আমি বলব অমানবিক হওয়ার কোনো যৌক্তিকতা নেই।’

প্রধানমন্ত্রী বিস্ময় প্রকাশ করে বলেন, ‘কীভাবে একজন মানুষকে বের করে দেবেন। বা একজন ডাক্তার সে যদি অসুস্থ হলো তাকেও এলাকা থেকে বের করে দিতে হবে। এই ধরনের ঘটনা কেন বাংলাদেশে ঘটবে। বাংলাদেশের মানুষকে তো এত অমানবিক হওয়ার কথা না।’

বিষয়টির গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘এই বিষয়টি সবার দৃষ্টিতে আনতে চাই। হায়াত-মওত আল্লাহর হাতে। যেকোনো মানুষ যেকোনো দিন মরতে পারেন। আজকে আমি কথা বলছি এখানে বসেও মরতে পারি বা আপনারাও কেউ মরতে পারেন। এটা কেউ বলতে পারে না যে আমি বেঁচেই থাকবো।’

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে