করোনায় ২ বছর পেছাল যুব কমনওয়েলথ

ক্রীড়া প্রতিবেদক

যুব কমনওয়েলথ গেমস
যুব কমনওয়েলথ গেমস। ফাইল ছবি

করোনা ভাইরাসের কারণে দুই বছর পেছানো হলো যুব কমনওয়েলথ গেমস। এর আগে করোনায় একবছরের জন্য পিছিয়ে যায় অলিম্পিক গেমস।

মহামারী করোনার কারণে বিভিন্ন ইভেন্টের খেলা পিছিয়ে যাচ্ছে। বন্ধ হয়ে গেছে ঘরোয়া ও আন্তর্জাতিক সব খেলাধুলা।

universel cardiac hospital

কমনওয়েলথ গেমস ফেডারেশনের এক্সিকিউটিভ বোর্ড শুক্রবার এক মিটিংয়ের পর জানায় যে, যুব কমনওয়েলথ গেমস দুই বছর পিছিয়ে যাচ্ছে।

আগামী বছরের জুলাই-আগস্টে জাপানের রাজধানী টোকিওতে হওয়ার কথা রয়েছে অলিম্পিক গেমসের। তার আগে আগস্টের শুরুতেই ত্রিনিদাদ ও টোবাগোতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যুব কমনওয়েলথ গেমসের।

কিন্তু মহামারী করোনায় যুব কমনওয়েলথ গেমস দুই বছর পিছিয়ে ২০২৩ সালে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে