৩৮তম বিসিএসে উত্তীর্ণ : নন-ক্যাডার পদের আবেদন শুরু আজ

মত ও পথ প্রতিবেদক

সরকারি কর্ম কমিশন
ফাইল ছবি

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৩৮তম বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে বলেছে সংস্থাটি। আজ শুরু হবে এ প্রক্রিয়া। চলবে ২৮ জুলাই পর্যন্ত। সোমবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

universel cardiac hospital

এতে বলা হয়, ৩০ জুন ৩৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদস্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন পরীক্ষার্থী সংখ্যা ছয় হাজার ১৭৩।

সরকারের জারি করা নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০ এবং সংশোধিত বিধিমালা-২০১৪ অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের নিকট শূন্যপদে নিয়োগের চাহিদাপ্রাপ্তি সাপেক্ষে প্রথম শ্রেণি (৯ম গ্রেড) এবং দ্বিতীয় শ্রেণি (গ্রেড-১০, ১১ ও ১২) নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হবে। বিজ্ঞপ্তিটি পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে