সিনেমা হল চালু করতে আর্থিক সহায়তা দেবে সরকার

বিনোদন প্রতিবেদক

সিনেমা হল
সিনেমা হল। ফাইল ছবি

টানা পাঁচ মাস ধরে সিনেমা হল বন্ধ। বিপাকে পড়েছেন হলগুলোর মালিক এবং হাজারো কর্মী। কিছু হল তো আগেই বন্ধ হয়ে গেছে। করোনার জন্য আরও হল বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এমতাবস্থায় বন্ধ সিনেমা হলগুলো আবার চালু করতে আর্থিক সহায়তা দেয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

universel cardiac hospital

২৫ আগষ্ট শেরেবাংলা নগরস্থ পরিকল্পনা কমিশনের এনইনি মিলনায়তনে অনুষ্ঠিত একনেক সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে প্রেস ব্রিফিংয়ে হল চালুর বিষয়ে সিদ্ধান্তের কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বন্ধ সিনেমা হল পুনরায় মালিকেরা চালু করতে চাইলে আর্থিক সহায়তা দিতে চেয়েছেন প্রধানমন্ত্রী। তবে তার আগে হল মালিকদের আবেদন করতে হবে। বন্ধ সিনেমা হল বাঁচাতে সরকার আর্থিক ঋণ সহায়তার ব্যবস্থা করে দেবে।’

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে