বাফুফে নির্বাচন মনোনয়নপত্র বৈধ ৪৯টিই

বিশেষ প্রতিনিধি

বাফুফে
ফাইল ছবি

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে ২১টি পদে ৪৯টি মনোনয়নপত্রই বৈধ হয়েছে। একটিতেও কেউ আপত্তি করেননি।

প্রধান নির্বাচন কমিশনার মেসবাহ উদ্দিন বুধবার বাফুফেতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তার কথায়, ‘আমরা একটিও আপত্তি পাইনি। এর ফলে মনোনয়নপত্র বাছাই করতে সুবিধা হবে।’ মেসবাহ বলেন, ‘বাফুফের নির্বাচনকে সামনে রেখে আমরা ইতোমধ্যে তিনটি কার্যক্রম সেরে ফেলেছি। তফসিল ঘোষণা করেছি, মনোনয়নপত্র বিতরণ করার পর জমা নিয়েছি। আপত্তির সময় শেষ।’

আগামীকাল শুক্রবার বেলা ৩টা থেকে মনোনয়ন বাছাই কার্যক্রম শুরু হবে।

বাছাইয়ে প্রার্থিতা নিয়ে চারটি বিষয় খতিয়ে দেখবেন নির্বাচন কমিশন। মেসবাহ বলেন, ‘মনোনয়নপত্র বাছাইয়ে প্রার্থিতার ওপর আমরা চারটি বিষয়ে জোর দেব। প্রার্থীর বয়স ২৫-এর নিচে এবং ৭২ বছরের বেশি হবে না। কোনো প্রার্থী ফৌজদারি আইনে সাজাপ্রাপ্ত আসামি কি না, প্রার্থী বাংলাদেশের নাগরিক কি না এবং তিনি ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট কি না- এসব বিষয় দেখব। আমরা জানি, বাফুফের নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন, উনারা সবাই দায়িত্বশীল ব্যক্তি। তাই মনোনয়নপত্রে অন্য কোনো ভুল উনারা করেননি বলেই আমার বিশ্বাস।’

মনোনয়নপত্র জমা দেয়ার দিন স্বাস্থ্যবিধির বালাই ছিল না বাফুফে ভবনে। একজন প্রার্থীর সঙ্গে এসেছিলেন অনেকেই। এ বিষয়ে মেসবাহ বলেন, ‘বাফুফে ভবনে স্বাস্থ্যবিধি মানা হয়েছিল কি না আমি জানি না। তবে মাস্ক পরে নিয়ম মানা উচিত সবার।

একজন নির্বাচন কমিশনার হিসেবে আমার দেখার বিষয় নির্বাচনস্থলে (সোনারগাঁও হোটেলে) স্বাস্থ্যবিধি ঠিক আছে কি না। আমরা কথা দিচ্ছি, নির্বাচনের দিন স্বাস্থ্যবিধির সব কার্যক্রম মানা হবে।’

উল্লেখ্য, আগামী ৩ অক্টোবর বাফুফের নির্বাচন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে