এ বছর মেসিসহ যেসব তারকা ফুটবলারকে কেনা যাবে ফ্রিতে

ক্রীড়া প্রতিবেদক

২০২১ সালে মেসিসহ যেসব তারকা ফুটবলারকে কেনা যাবে ফ্রিতে
ফাইল ছবি

বিগত বছরটিতে (২০২০) অনেক নাটকীয়তার দেখা মিলেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসির দল ছাড়ার বিষয়ে। ২০১৯-২০ মৌসুম শেষ হতেই ক্লাব ছাড়ার ব্যাপারে নিজের ইচ্ছার কথা জানান মেসি। কিন্তু নাছোড়বান্দা বার্সেলোনা মেসিকে অন্য ক্লাবে নাম লেখানোর সুযোগ দেয়নি।

তবে বার্সেলোনা চাইলেও চলতি বছর আর মেসিকে আটকে রাখতে পারবে না, যদি না মেসি নিজে থেকে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন। কেননা ২০২০-২১ মৌসুম শেষে বার্সেলোনার সঙ্গে থাকা মেসির চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। যার ফলে নতুন মৌসুমে অর্থাৎ চলতি বছরের জুলাইয়ের পর ফ্রিতেই যেকোন ক্লাবে চলে যেতে পারবেন মেসি।

universel cardiac hospital

শুধু মেসি একা নন, ইউরোপিয়ান ক্লাব ফুটবলে এক ঝাঁক তারকা ফুটবলার ২০২০-২১ মৌসুম শেষে হয়ে যাবেন ফ্রি ট্রান্সফার। এর মধ্যে অন্যতম হলেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো, রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোস ও মিডফিল্ডার লুকা মদ্রিচ, প্যারিস সেইন্ট জার্মেইর ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়া।

এসব তারকা ফুটবলারদেরকে দলে পেতে কোনো অর্থই খরচ করতে হবে না ক্লাবগুলোকে। শুধুমাত্র দুই পক্ষের শর্তের বনিবনা হলেই সম্পন্ন করা যাবে চুক্তি। এর আগে অবশ্য খেলোয়াড়রা নিজ নিজ ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করে ফেললে আর ফ্রিতে অন্য কোথাও যাওয়ার সুযোগটা থাকবে না।

২০২১ সালে ‘ফ্রি ট্রান্সফার’ হয়ে যাবেন যারা

লিওনেল মেসি (বার্সেলোনা, ফরোয়ার্ড), সার্জিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি, ফরোয়ার্ড), ডেভিড আলাবা (বায়ার্ন মিউনিখ, ডিফেন্ডার), হুয়ান বার্নাট (প্যারিস সেইন্ট জার্মেই, ডিফেন্ডার), জেরোমে বোয়াটেং (বায়ার্ন মিউনিখ, ডিফেন্ডার), হাকান কালহানোলু (এসি মিলান, ফরোয়ার্ড), এডিনসন কাভানি (ম্যানচেস্টার ইউনাইটেড, ফরোয়ার্ড), মেম্ফিস ডিপে (অলিম্পিক লিয়ন, ফরোয়ার্ড), অ্যাঞ্জেল ডি মারিয়া (প্যারিস সেইন্ট জার্মে, ফরোয়ার্ড), হুলিয়ান ড্রাক্সলার (প্যারিস সেইন্ট জার্মেই, ফরোয়ার্ড), জিয়ানলুইজি দোনারুমা (এসি মিলান, গোলরক্ষক), এরিক গার্সিয়া (ম্যানচেস্টার সিটি, ডিফেন্ডার), ডেভিড লুইজ (আর্সেনাল, ডিফেন্ডার), মুসা মারেগা (পোর্তো, ফরোয়ার্ড), হুয়ান মাতা (ম্যানচেস্টার ইউনাইটেড, মিডফিল্ডার), আর্কাদিউস মিলিক (নাপোলি, ফরোয়ার্ড), হেনরিখ মেকতারিয়ান (রোমা, ফরোয়ার্ড), লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ, ফরোয়ার্ড), কোদরান মুস্তাফি (আর্সেনাল, ডিফেন্ডার), সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ, ডিফেন্ডার), মার্কোস রোহো (ম্যানচেস্টার ইউনাইটেড, ডিফেন্ডার), ড্যানি রোজ (টটেনহ্যাম, ডিফেন্ডার), ফ্লোরিয়ান থাউবিন (মার্শেই, ফরোয়ার্ড), লুকাস ভাস্কুয়েজ (রিয়াল মাদ্রিদ, ফরোয়ার্ড), জর্জিনিও উইজনাল্ডুম (লিভারপুল, মিডফিল্ডার)।

শেয়ার করুন