চতুর্থ বর্ষের ফলাফলে অসন্তোষ, শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি

চতুর্থ বর্ষের ফলাফলে অসন্তোষ
সংগৃহীত ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার ফলাফলে অসন্তোষ হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বুধবার (১৮ আগস্ট) সকাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, স্বশরীরে পরীক্ষা দিয়েও অনেক শিক্ষার্থীকে অনুপস্থিত দেখানো হয়েছে। অনেক শিক্ষার্থীর চতুর্থ বর্ষের ১০টি কোর্সের মধ্যে ৯টিতে প্রথম শ্রেণি পেলেও তুলনামূলক সহজ বিষয়ে যেমন সাংগঠনিক আচরণ, প্রকল্প ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে গণহারে অকৃতকার্য দেখানো হয়েছে। যেটি খুবই হতাশাজনক ও লজ্জাদায়ক।

তারা আরও বলেন, আমরা কোনোভাবেই এই ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করতে পারছি না। আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশ্রহণ করেছি এবং পরীক্ষায় খুব ভালো লিখেছি। কিন্তু দুঃখের বিষয়, আমাদের আশানুরূপ ফলাফল তো আসেইনি বরং সম্মানিত শিক্ষক মহোদয়ের দায়সারা খাতা মূল্যায়ন করার জন্য আমাদের খারাপ ফলাফল এসেছে।

উল্লেখ্য, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ২০২১ সালের ২০ জুলাই ফলাফল প্রকাশিত হয়। ফলাফলে ৭২ শতাংশ কৃতকার্য হয় এবং ২৮ শতাংশ শিক্ষার্থীকে অকৃতকার্য দেখানো হয়। এই ২৮ শতাংশে ২৪ হাজারের বেশি শিক্ষার্থীকে এক বিষয়ে অকৃতকার্য দেখানো হয়েছে।

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান বলেন, যেহেতু শিক্ষকদের মূল্যায়নের ভিত্তিতে ফলাফল প্রকাশ করা হয়েছে, সুতরাং এটার আর পরিবর্তনের সুযোগ নেই। তাদের আন্দোলন না করে বাসায় ফিরে যাওয়ার অনুরোধ করেন তিনি।

শেয়ার করুন