কুমিল্লায় সহযোগীসহ কাউন্সিলর সোহেলকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মো. সোহেলকে (৫২) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গুলিতে তার সহযোগী হরিপদও নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার বিকাল সাড়ে চারটার দিকে নগরীর পাথরিয়াপাড়ার কার্যালয়ে এই ঘটনা ঘটে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের চিকিৎসক নাফিজ দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকাল সাড়ে ৪টার দিকে কয়েকজন মুখোশধারী লোক কাউন্সিলরের অফিসে ঢুকেই এলোপাথাড়ি গুলি করতে থাকে। এ সময় গুলিবিদ্ধ কাউন্সিলর সোহেল নিজের চেয়ার থেকে পড়ে যান। আওয়াজ শুনে আশপাশের মানুষ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা সীমান্তবর্তী বউবাজার এলাকার দিকে পালিয়ে যায়।

কাউন্সিলর সোহেলের ভাগ্নে মোহাম্মদ হানিফ জানান, সবাই আসরের নামাজ পড়ছিল। এসময় প্রচণ্ড গোলাগুলির আওয়াজ শোনা যায়। দৌড়ে গিয়ে দেখি মামা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। আমি নিজে মামাকে কাঁধে করে বের করি।

মো. সোহেল কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য ও ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি কুমিল্লা সিটি করপোরেশনের প্যানেল মেয়রও ছিলেন। তার বাড়ি নগরের সুজানগর এলাকায়। ২০১২ ও ২০১৭ সালে তিনি কাউন্সিলর পদে নির্বাচিত হন। দ্বিতীয় মেয়াদে তিনি প্যানেল মেয়র ছিলেন।

শেয়ার করুন