রাশিয়াকে হটাতে ইউরোপে গ্যাস দেবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) নিয়ে একটি বড় চুক্তির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গ্যাস পেতে ইউরোপের রাশিয়ার ওপর নির্ভরশীলতা কমানোর পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ। এই চুক্তির আওতায় চলতি বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্র ইইউকে অন্তত দেড় হাজার কোটি ঘনমিটার এলএনজি গ্যাস অতিরিক্ত সরবরাহ করবে।

আজ বিবিসির খবরে বলা হয়, ইউক্রেনে রুশ হামলার কারণে রাশিয়ার ওপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র ও দেশটির ইউরোপের মিত্র দেশগুলো। এ কারণে বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন কাজের জন্য ব্যবহৃত রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরশীল ইউরোপের দেশগুলো যাতে সংকট না পড়ে, সেই তৎপরতা রজায় রয়েছে।

ইইউভুক্ত দেশগুলো তাদের চাহিদার প্রায় ৪০ শতাংশ গ্যাস আমদানি করে থাকে রাশিয়া থেকে। এর পরিমাণ প্রায় ২১ হাজার ৬০০ কোটি ঘনমিটার। যুক্তরাজ্যের বিজনেস, এনার্জি ও ইন্ডাস্ট্রিয়াল স্ট্র্যাটেজি–বিষয়ক দপ্তরের পরিসংখ্যানে বলা হয়, ২০২০ সালে ইউরোপীয় ইউনিয়ন ৫৪ হাজার ১০০ কোটি ঘনমিটার গ্যাস ব্যবহার করেছে।

শেয়ার করুন