প্রায় দুই সপ্তাহ পরে সংক্রমণ অর্ধশত ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক

করোনার ভয়াল রূপ
করোনার ভয়াল রূপ। ফাইল ছবি

গত একদিনে দেশে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৫১ জন। এ নিয়ে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৫২ হাজার ২৭৫ জন। এর আগে সবশেষ গত ৪ এপ্রিল ৬১ জন রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। এরপর এরপর থেকে শনাক্তের সংখ্যা ‘৫০’ এর নিচেই ছিল।

শনিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শনাক্ত বাড়লেও পঞ্চম দিনের মতো ভাইরাসটিতে সংক্রমিত হয়ে দেশে কারও মৃত্যু হয়নি। ফলে মহামারি শুরুর পর থেকে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৪ জনই রয়েছে।

স্বাস্থ্য অধিদফতর বলছে, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৩২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আগের কিছু নমুনাসহ এসময় পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৯৯৪টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৩৯ লাখ ২০ হাজার ৫৫২টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯২ লাখ ১৯ হাজার ৫৩৩টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ লাখ ১ হাজার ১৯টি।

গত ২৪ ঘণ্টায়, পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২৮ শতাংশ। আর এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ০২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২৫২ জন। আর এ নিয়ে দেশে মোট ১৮ লাখ ৯০ হাজার ৫১৬ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থ্য হয়েছে ৯৬ দশমিক ৮৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃতের হার ১ দশমিক ৪৯ শতাংশ।

শেয়ার করুন