অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হলেন রনিল বিক্রমাসিংহে

আন্তর্জাতিক ডেস্ক

শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রনিল বিক্রমাসিংহে। স্থানীয় সময় আজ শুক্রবার তিনি শ্রীলঙ্কার প্রধান বিচারপতি জয়ন্ত জয়সুরিয়ার সামনে শপথ নিয়েছেন। লংকান প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

বিবৃতিতে বলা হয়েছে, পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন হিসেবে দায়িত্ব পালন করবেন।

বার্তা সংস্থা রয়টার্স বলেছে, শপথ গ্রহণের পরে রনিল বিক্রমাসিংহে সর্বদলীয় সরকার প্রতিষ্ঠার জন্য ঐকমত্য গড়ে তুলতে সংসদ সদস্যদের প্রতি অনুরোধ করেছেন। তিনি বলেছেন, ‘সাংবিধানিক সমন্বয়ের মাধ্যমে সংসদের ক্ষমতা শক্তিশালী করতে কাজ করব।’

এদিকে শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে বলেছেন, আগামী সাতদিনের মধ্যে শ্রীলঙ্কা একজন নতুন প্রেসিডেন্ট পাবে। প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য তারিখ হিসেবে তিনি ২০ জুলাইয়ের কথা বলেছেন।

শেয়ার করুন