দেশবিরোধীরা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি

দীপু মনি
শিক্ষামন্ত্রী দীপু মনি। ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশবিরোধীরা ধর্মভীরু মানুষকে বিভ্রান্ত করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। এ জন্য তারা বিভিন্ন ভুল তথ্যের ভিডিও ছড়িয়ে মানুষকে উত্তেজিত করছে।

আজ শনিবার চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২০-২১ অর্থবছরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পুনর্বাসন খাত থেকে অনুদানের চেক বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত-শিবিরের বিরাট একটি অংশ বিদেশে বসে এসব অপতৎপরতা চালাচ্ছে। সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়া যায় না। এ ক্ষেত্রে মানুষকে সচেতন হতে হবে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্যই যেন যাচাই না করে আমরা ফরোয়ার্ড না করি।

অনুষ্ঠানে নদী ভাঙন কবলিত ১০১টি পরিবারের মাঝে ৫৬ লাখ টাকার চেক বিতরণ করেন শিক্ষামন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী প্রমুখ।

শেয়ার করুন