টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। বাছাইপর্বে গ্রুপ ‘এ’ থেকে মূল পর্বে এসেছেন ডাচরা। গ্রুপের রানার্সআপ হওয়ায় সুপার টয়েলভে গ্রুপ টু-এর দলের বিপক্ষে খেলবেন ডাচরা। বাছাইপর্ব থেকে এবার বাংলাদেশের গ্রুপে পড়েছে জিম্বাবুয়ে। আজ শুক্রবার গ্রুপ ‘বি’ থেকে চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বের টিকিট কেটেছে জিম্বাবুয়ে।
স্কটল্যান্ডকে বিদায় করে দিয়েছে। আয়ারল্যান্ডের সমান পয়েন্ট হলেও রান রেটে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন তারা। এ নিয়ে সুপার টুয়েলভের ১২ দল নিশ্চিত হলো। নিশ্চিত হলো, বাংলাদেশের গ্রুপের অন্য পাঁচ দল। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭ অক্টোবর। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে ব্রিসবেনে ৩০ অক্টোবর নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।
সুপার টুয়েলভে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ এশিয়ার জায়ান্ট ভারত ও পাকিস্তান। বিশ্বকাপ বাছাইপর্ব থেকে দুইবারের টি-২০ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ বিদায় নিয়েছে।
সুপার টুয়েলভ গ্রুপ ওয়ান: আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড।
সুপার টুয়েলভ গ্রুপ টু: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস।