ভারতীয় জাতীয় কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট সাময়িক বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন বেঙ্গালুরুর একটি আদালত। দলটির নেতা ও পার্লামেন্ট সদস্য রাহুল গান্ধীর নেতৃত্বে চলমান ‘ভারত জোড়ো যাত্রা’ কর্মসূচিতে ‘কেজিএফ-২’ সিনেমার গান বাজানোয় মেধাস্বত্ব (কপিরাইট) আইনে একটি সংগীত প্রতিষ্ঠান মামলা করে। এরপর আদালত এ আদেশ দেন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সংগীত প্রতিষ্ঠান এমআরটির ব্যবস্থাপক নবীন কুমার কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। সুপারহিট এ কন্নড় সিনেমার গান ব্যবহার করে মেধাস্বত্ব আইন ভঙ্গ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এক টুইটে কংগ্রেস বলেছে, তারা আদালতের কার্যক্রমের বিষয়ে অবহিত নয় এবং আদেশের কোনো অনুলিপি পায়নি। আইএনসি (ভারতীয় জাতীয় কংগ্রেস) এবং বিজেওয়াইয়ের (ভারত জোড়ো যাত্রা) সামাজিক যোগাযোগমাধ্যমের বিরুদ্ধে বেঙ্গালুরু আদালতের একটি আদেশের বিষয়ে আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরেছি। আমরা আদালতের কার্যক্রম সম্পর্কে অবগত বা উপস্থিত ছিলাম না।
আদালত বলেছে, প্রাপ্ত তথ্য-উপাত্তে দেখা গেছে এটি সংগীত প্রতিষ্ঠানটিকে ‘অপূরণীয় ক্ষতির মধ্যে ফেলতে পারে’ এবং এ ধরনের কর্মকাণ্ড মেধাস্বত্ব চুরিকে উৎসাহিত করবে। বেঙ্গালুরুর যশবন্তপুর থানায় করা ওই মামলায় সংগীত প্রতিষ্ঠানটি বলেছে, কংগ্রেস নেতা জয়রাম রমেশ যাত্রার দুটি ভিডিও টুইট করেছেন, যাতে অনুমতি ছাড়াই ‘কেজিএফ-২’–এর জনপ্রিয় গানগুলো ব্যবহার করা হয়েছে।