সাত্তার ভূঁইয়াকে চাপ দিয়ে নির্বাচনে আনা হয়েছে: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

রুমিন ফারহানা
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সদ্য পদত্যাগকারী বিএনপির সংসদ সদস্য আবদুস সাত্তার ভূঁইয়ার উপনির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে দলটির সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, তার ওপর সরকারের একটা প্রচণ্ড চাপ আছে। সরকার আমাদের পদত্যাগকে বিতর্কিত করতে চেয়েছে। সরকার সফল হয়েছে। আবদুস সাত্তার ভূঁইয়াকে চাপ দিয়ে নির্বাচনে আনা হয়েছে।

আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পুনিয়াউট এলাকায় বিএনপির ১০ দফা দাবি ও রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা বিষয়ে আলোচনা সভায় রুমিন ফারহানা এসব কথা বলেন।

universel cardiac hospital

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মঞ্চ ভেঙে পড়াকে ইঙ্গিত করে রুমিন ফারহানা বলেন, গতকাল তো দেখেছেন সবাই, স্মার্ট বাংলাদেশ কীভাবে ধসে পড়েছে। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। তাই আসার সময় গাড়ি আস্তে চালাতে বলেছিলাম।

রুমিন আরও বলেন, আপনারা জানেন, কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়া আদালতে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত লজ্জাজনক। আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক বারের সভাপতি গিয়ে যেভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন একজন জজ সাহেবকে, তা আদালতে চলতে পারে না।

শেয়ার করুন