চট্টগ্রামে হেলে পড়েছে চারতলা ভবন

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকায় একটি চারতলা ভবন হেলে পড়েছে। ভবনের পাশে অবস্থিত চশমা খালে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় প্রতিরোধ দেয়াল নির্মাণের জন্য খননকাজ চলছে। এ কারণে ফেরদৌস প্লাজা নামের ভবনটি হেলে পড়েছে বলে দাবি করেন ভবনমালিক খোরশেদ আলম।

আজ বুধবার সকালে ভবনটি হেলে পড়েছে। ভবন হেলে পড়ায় স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। হেলে পড়ার পর থেকে ভবনের ভেতরে থাকা জিনিসপত্র সরানো শুরু হয়েছে।

চারতলা ভবনের নিচতলায় দোকান, দোতলায় দাঁতের চিকিৎসকের চেম্বার, তৃতীয় তলায় আইটি ফার্ম ও প্রশিক্ষণ কেন্দ্র এবং চারতলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ৩৫তম ব্যাচের অফিস রয়েছে।

ইরেবু নামের আইটি ফার্মের স্বত্বাধিকারী সাদরুল কবির দুপুর ১২টায় বলেন, গতকাল মঙ্গলবারও তারা অফিস করছেন। আজ সকালে স্থানীয় দোকানি ফোন করে ভবন হেলে পড়ার কথা জানান। প্রতিষ্ঠানে ১৮টি কম্পিউটার আছে। চেয়ার-টেবিল আছে। নানা জিনিসপত্র আছে। এসব নিয়ে হঠাৎ কোথায় যাবেন, তা বুঝতে পারছেন না।

খালে প্রতিরোধ দেয়ালের কাজ চললেও কোনো সতর্কতামূলক নোটিশ বা ঘোষণা দেওয়া হয়নি। দিলে অন্তত আগে থেকে প্রস্তুতি নেওয়া যেত বলে জানান সাদরুল কবির।

শেয়ার করুন