পাসের হারে এগিয়ে কুমিল্লা, পিছিয়ে দিনাজপুর বোর্ড

নিজস্ব প্রতিবেদক

সংগৃহীত ছবি

দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় পাসের হারের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে আছে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আর পিছিয়ে আছে দিনাজপুর শিক্ষা বোর্ড। আজ বুধবার ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন শুধু এইচএসসি পরীক্ষায় গড় পাসের হার ৮৪ দশমিক ৩১ শতাংশ। অবশ্য এইচএসসি ও সমমানের পরীক্ষা মিলিয়ে পাসের হার আরও বেশি।

ফলাফলের তথ্য বলছে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৭২ শতাংশ, যা অন্যান্য শিক্ষা বোর্ডের চেয়ে বেশি। আর দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক শূন্য ৮ শতাংশ, যা ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে কম।

অন্যান্য শিক্ষা বোর্ডের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৮৩ শতাংশ। রাজশাহীতে ৮১ দশমিক ৬০ শতাংশ, যশোরে ৮৩ দশমিক ৯৫ শতাংশ, চট্টগ্রামে ৮০ দশমিক ৫০ শতাংশ, বরিশালে ৮৬ দশমিক ৯৫ শতাংশ, সিলেটে ৮১ দশমিক ৪০ শতাংশ এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ৮০ শতাংশ ৩২।

শেয়ার করুন