কুয়েতে পার্লামেন্ট নির্বাচনে বিরোধীদের জয়

আন্তর্জাতিক ডেস্ক

কুয়েতের পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে বিজয়ী হয়েছেন বিরোধীরা। তাদের মধ্যে একজন নারী সদস্যও রয়েছেন। আজ বুধবার নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এক দশকের মধ্যে দেশটিতে এ নিয়ে সপ্তমবারের মতো ভোট গ্রহণ হলো। খবর এএফপির।

গত মার্চে কুয়েতের সাংবিধানিক আদালত গত বছরের নির্বাচনের ফলাফল বাতিল করে। এর ফলে গতকাল মঙ্গলবার আবার ভোট গ্রহণ হয়। গত বছরও বিরোধীরা উল্লেখযোগ্য ভোট পেয়েছিলেন।

কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেএনএ জানায়, ৫০ আসনের পার্লামেন্টে বিরোধীরা ২৯টি আসনে বিজয়ী হয়েছে। বিজয়ীদের মধ্যে একজন নারী সদস্য জাহান বুশেহরিও রয়েছেন। গত বছরও নির্বাচনে যারা জয়ী হয়েছিলেন, এবারও ফলাফলটা অনেকটা একই। এবারের নির্বাচিত ৫০ জনের মধ্যে ১২ জন ছাড়া সবাই তাদের আসন ধরে রেখেছেন।

দীর্ঘ সময় পার্লামেন্টে স্পিকার ছিলেন মারজুক-আল-ঘানিম। পরে তার জায়গা নেন আহমেদ আল-সাদৌন। এবারের ভোটের মধ্য দিয়ে এবার দুজনই পার্লামেন্টে ফিরেছেন। সাদৌন আবারও স্পিকার পদের জন্য লড়বেন বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন