রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে রাজি। তবে এজন্য পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে। মঙ্গলবার ক্রেমলিনে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। খবর আল-জাজিরার।
পশ্চিমারা ইউক্রেনে রাশিয়াকে পরাজিত করতে চাইছে— এমন অভিযোগের পুনরাবৃত্তি করেন পুতিন। তিনি বলেন, দেশের জন্য মস্কোর নিজস্ব শান্তি পরিকল্পনা আাছে।
রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কৃষ্ণ সাগরের শস্য চুক্তি তাঁর দেশের কোনো উপকারে আসবে না। তাই চুক্তি থেকে সরে আসার কথা ভাবছে মস্কো।
পুতিন আরও বলেন, জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় আফ্রিকা ও লাতিন আমেরিকার বন্ধু দেশগুলোকে সাহায্যের জন্য এই চুক্তি করা হয়েছিল। কিন্তু ইউক্রেনের বেশিরভাগ শস্যই ইউরোপে রপ্তানি করা হচ্ছে। আর এসব অর্থ ইউক্রেনের বৈদেশিক মুদ্রার ভান্ডার মজবুত করছে।