স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে সংবাদ প্রকাশ, পত্রিকা পুড়িয়ে প্রতিবাদ

মানিকগঞ্জ প্রতিনিধি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক ও তাঁর পরিবার নিয়ে দৈনিক প্রথম আলো পত্রিকায় সংবাদ প্রকাশের প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে ওই পত্রিকার কয়েকটি কপি আগুনে পুড়িয়ে দেওয়া হয়। আজ শনিবার দুপুর ১২টায় মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে জেলার ‘সর্বস্তরের জনগণের’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানিকগঞ্জ পৌর মেয়র রমজান আলীর সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব সাহার সঞ্চালনায় মানববন্ধনে জেলা আওয়ামী লীগের ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে প্রথম আলো পত্রিকা মানিকগঞ্জে বয়কটের ঘোষণা দেন পৌর মেয়র রমজান আলী। এর পর প্রেসক্লাবের সামনে শহীদ রফিক চত্বরে নেতাকর্মীরা প্রথম আলো পত্রিকার কয়েকটি কপি আগুনে পুড়িয়ে দেন।

universel cardiac hospital

মানববন্ধনে তারা বলেন, স্বাধীনতার পর মানিকগঞ্জে বাটা কোম্পানি হতে পারেনি প্রশাসনের কারণে। এবার মানিকগঞ্জের জেলা প্রশাসকের গাফলতির কারণে ২ হাজার কোটি টাকার প্রকল্প বন্ধ হওয়ার পথে। সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) এই প্রকল্প মানিকগঞ্জে হলে ৫ থেকে ৬ হাজার লোকের কর্মসংস্থান হতো।

তারা আরও বলেন, প্রথম আলোর সম্পর্কে প্রধানমন্ত্রী বলেছেন, প্রথম আলো রাষ্ট্রের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে। প্রথম আলো দেশের উন্নয়ন চায় না, মানুষের উন্নয়ন চায় না, তারা দেশের গণতন্ত্র চায় না, তাদের কাছ হচ্ছে বেছে বেছে যেসব এমপি, মন্ত্রী ভালো, তাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করে জনগণের সামনে হেয় করা।

শেয়ার করুন