‘ডানকি’ সিনেমাটি মুক্তির এখনো বাকি প্রায় ছয় মাস। তার আগেই মোটা অঙ্কের অর্থের বিনিময়ে শাহরুখ খানের সিনেমার ডিজিটাল স্বত্ব কিনে নিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমা। ১৫৫ কোটি রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় ২০২ কোটি টাকা। এটি ভারতীয় সিনেমার ইতিহাসে একক ভাষায় মুক্তি পাওয়া সিনেমার ক্ষেত্রে রেকর্ড। খবর বলিউড হাঙ্গামার।
বলিউডের খ্যাতনামা পরিচালক রাজকুমার হিরানি। অন্যদিকে বলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের একজন শাহরুখ খান। প্রথমবারের মতো এই দুজনকে একসঙ্গে দেখা যাবে। রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’ সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। ইতিমধ্যে এই সিনেমার শুটিং শেষ।
কাশ্মীর এবং সৌদি আরবে এই সিনেমার শুটিং হয়েছে। তবে সিনেমার গল্প সম্পর্কে এখনো জানা যায়নি। জিও স্টুডিও, রাজকুমার হিরানি ফিল্মস আর শাহরুখের রেড চিলিজ এন্টারটেইনমেন্টের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে সিনেমাটি। এই সিনেমায় শাহরুখের বিপরীতে দেখা যাবে তাপসী পান্নুকে। এতে আরও অভিনয় করছেন সতীশ শাহ, বোমান ইরানি, ভিকি কৌশল প্রমুখ। চলতি বছরের ২২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ডানকি’। তবে ওটিটিতে কবে আসবে, তা এখনো জানা যায়নি।
সিনেমাটি হতে চলেছে চলতি বছর শাহরুখ খানের তৃতীয় ধামাকা। ‘পাঠান’ দিয়ে বছর শুরু করেছিলেন শাহরুখ। বক্স অফিসে এক হাজার কোটি টাকার বেশি আয় করেছিল সিনেমাটি। আগামী ৭ সেপ্টেম্বর তিনটি ভাষায় বিশ্বজুড়ে মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’।