বাংলাদেশ–ভারত সম্পর্কের এখন সোনালি অধ্যায় অতিবাহিত হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সিলেটে শুরু হওয়া তিন দিনব্যাপী বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ সংলাপের শুক্রবার দ্বিতীয় দিনের শেষ আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ভারত-বাংলাদেশের সম্পর্ক গত ১৪ বছরে আরও শক্ত হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণে। ভারত-বাংলাদেশ সম্পর্কের এখন সোনালি অধ্যায় অতিবাহিত হচ্ছে। এটা অন্যান্য দেশের জন্য, প্রতিবেশী ডিপ্লোমেসি বা নৈকট্য ডিপ্লোমেসিতে একটা রোল মডেল।
সিলেট শহরতলির বিমানবন্দর এলাকার পাঁচ তারকা হোটেল গ্র্যান্ড সিলেটে এ সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার সকালে অনুষ্ঠান শুরু হয়। বিকেল পর্যন্ত দুই দেশের ব্যবসা, শিক্ষা, সংস্কৃতি খাতের পাশাপাশি মানুষে-মানুষে যোগাযোগ বাড়ানোর বিষয়ে একাধিক পর্বে আলোচনা চলে।
বাংলাদেশ ফাউন্ডেশন ফর রিজওনাল স্টাডিজ এবং ইন্ডিয়া ফাউন্ডেশন এ সংলাপের আয়োজন করেছে। এতে সহযোগিতা করছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সন্ধ্যা পৌনে ছয়টায় শুরু হয় দ্বিতীয় দিনের শেষ আলোচনা পর্ব। এ পর্বে প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিলের সভাপতিত্বে এ পর্বে গেস্ট অব অনারের বক্তব্য দেন ভারতের পররাষ্ট্র ও শিক্ষাবিষয়ক প্রতিমন্ত্রী রামকুমার রঞ্জন সিং।