গাজায় সাড়ে ৩৮ টন ত্রাণসহায়তা পাঠাল ভারত

মত ও পথ ডেস্ক

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজার নাগরিকদের জন্য সাড়ে ৩৮ টন ত্রাণসহায়তা পাঠিয়েছে ভারতের নরেন্দ্র মোদির সরকার। মিসরের সিনাই অঞ্চল হয়ে এ মানবিক সহায়তা গাজাবাসীর কাছে পৌঁছানো হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আল জাজিরার।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ভারতের বিমানবাহিনীর একটি উড়োজাহাজে করে সাড়ে ৬ টন চিকিৎসা সরঞ্জাম ও ৩২ টন ত্রাণসহায়তা ফিলিস্তিনের জনগণের জন্য পাঠানো হচ্ছে। আজ রোববার উড়োজাহাজটি মিসরের আল আরিশ বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছে।

ফিলিস্তিনের গাজায় গতকাল শনিবার থেকে ত্রাণবাহী ট্রাক যেতে শুরু করেছে। গতকাল ২০টি ট্রাক মিসরের রাফাহ সীমান্ত অতিক্রম করে ত্রাণ নিয়ে ফিলিস্তিন পৌঁছায়। এরপর তা নিয়ে উপত্যকার বিভিন্ন প্রান্তে ছুটে যায় ফিলিস্তিনি ট্রাকগুলো। এরই মধ্যে গাজার বিভিন্ন স্থানে চলছিল ইসরায়েলের বাছবিচারহীন বোমা হামলা, আহত ফিলিস্তিনিদের আর্তনাদ আর হতাহত ব্যক্তির স্বজনদের আহাজারি।

শেয়ার করুন